(কবিতা) এখন দুঃসময়
– হরবিলাস সরকার
পুঁজির সাম্রাজ্যে এখন দুঃসময়,
দিনের আলো নিভে গেছে।
দিগন্তজুড়ে ঘোর অন্ধকার,
দুর্বৃত্তরা উঠেছে জেগে।
চারদিকে বিজয়োল্লাস,
বিনোদন শুরু হয়ে গেছে ,
রক্তে ওদের লেগেছে নেশা,
ক্ষমতা আর ভোগের লিপ্সা,
মহাকাশের সীমানা ছাড়িয়ে
বৈভবের চূড়া বাড়ছে লাফিয়ে।
ভুখ পেটে দীন
আপন ভাগ্যকে দোষে,
আশ্রয়হীনেরা বাঁধে ঘর
খোলা আকাশের নিচে,
দুরন্ত শিশু করে না খেলা,
মাথায় সংসারের বোঝা ,
প্রাণবন্ত কিশোর নগ্নতার পাকে,
ইচ্ছেরা মরে যায়, সুরা-ভাং ধরে,
দিশেহারা যৌবন পায় না পথ খুঁজে,
অবশেষে বিপথে জীবন সঁপে।
কত অসহায় মা-বোন, কত গৃহবধূ
কাঁদে নির্জনে করুন সুরে।
নরপশুরা লালসার খিদে মেটায়
রক্ত-মাংসের দেহ ছিঁড়ে ছিঁড়ে।
তবু নাকি বইছে সুখের বাতাস,
আসছে আরও সুদিন।
জুড়াবে জীবনের যন্ত্রণা,
ভুবনে রবে না দুর্দিন।
আকাশে-বাতাসে ওঠে ঐ কলরব,
বিশ্বাসের মন্ত্রে দুঃখ যত, ঘোচে সব।
সাধুর বেশ ধরে,
মোহিনী মুখোশ পরে,
মায়ামৃগ সাথে নিয়ে
ত্রাতারা আবার দুয়ারে আসে,
করজোড়ে ভিক্ষা মাগে,
ওগো, দাও ভোট,
সর্ব মোহ-ত্যাগী
সত্যের পূজারিকে,
সোনার দেশে
জীবন ধন্য হবে
নতুন ভোরে
সোনালি সূর্যের কিরণে।
দিন চলে যায়,
ঘোচেনা আঁধার,
তবু বারবার বাঁধি বুক
আমরা সবাই,
আশায় আশায়
পথ চেয়ে থাকি,
স্বপ্নরা মিলিয়ে যায়
মরু-বুকে মরীচিকায়।
………………………… ……………………….