দিন কেটে যায়
ফিরে ফিরে আসে
আরও দুর্দিন হয়ে আসে।
রাত শেষ হয়
ফিরে ফিরে আসে
অন্ধকার আরও গাঢ় হয়ে আসে।
দুঃখের
প্রহরগুলো চলে যায়
ফিরে ফিরে আসে
আরও নির্মম হয়ে আসে।
সুখের স্বপ্নগুলো মিলিয়ে যায়
ফিরে ফিরে আসে
মরীচিকা হয়ে আসে।
সমাজ ভেঙে যায়
ফিরে ফিরে আসে
শোষণের যাঁতাকল আরও নিষ্ঠুর হয়ে পেষে।
হয়তো এখনও আমাদের অনেকটা পথ হাঁটতে হবে,
সবার
বাসযোগ্য পৃথিবী আমাদেরকেই গড়তে হবে।