পাথর-পিঞ্জরে মর্মব্যথা

AVvXsEhQv7QlXk3RPaz YwgQdvwayHo pqCY6u9 dW0poYjGM9i5GEa93c w9x3oUhPV5A5oYp eSx6vj3FZQ 4ZgJhDc2xlU79SqVJMHLzUvwNyfIROJLPKj7dhqYnK7


ভূমিষ্ট হয়েও যে নবজাতক

দেখতে পেল না মায়ের মুখ,

ক্ষণিকের সেই অতিথি

হৃদয়ের বড় প্রিয়জন

অস্ফুট তার দুচোখ চিনল না এই সুন্দর পৃথিবীকে,

বড় যাতনা বুকে সয়েও

তবুও বাঁচার আশায়

‘মাতৃ-মা’য়ের শয্যায়

মৃত্যুর সাথে মরণপণ যুদ্ধ করে

অবশেষে চিরবিদায় নিয়ে চলে গেছে,

রেখে গেছে ব্যর্থতা আর একরাশ অভিমান।

 

এমনিকরেই অন্তহীন বেদনার স্মৃতিটুকু নিয়েই

প্রতিদিন কত মা পাথর হয়ে বেঁচে থাকে।

 

উপরে আধুনিকতার আলোর রোশনাই

তারই নীচে গাঢ় অন্ধকারে

দুঃখের নদীগুলি ভরে ওঠে,

জানিনা,কবে শুকাবে এই চোখের জল ?

[‘মাতৃ-মা’ হল যেখানে নবজাতক ভূমিষ্ট হয়]