–হরবিলাস সরকার
দেবতা মানুষকে সৃষ্টি করেছে
না মানুষেরই কল্পনায় দেবতার সৃষ্টি?
শাস্ত্র বলে , ‘ব্রহ্মা,বিষ্ণু,মহেশ্বর’ – এই তিনে মিলে একেশ্বর,
তিনিই সকাল জীবের সৃষ্টিকর্তা,
তবে ‘করোনা’র সৃষ্টিকর্তা তো ‘তিনি’ই,
বিশ্বজুড়ে মারণ জীবাণু – ছড়িয়েছেন সেই ‘তিনি’ই,
মৃত্যু-যজ্ঞের আয়োজনও করেছেন ‘তিনি’ই।
শুনেছি – মানুষ কোন্ ছার,
‘তিনি’ই জগতের রক্ষাকর্তা,
সকল জীবই তাঁর সন্তান,
তবে দুমুঠ খাবার না পেয়ে
দুর্ভাগা মানুষ ভাগাড়ের এঁটো খায় কেন?
এক ফোঁটা ওষুধ না পেয়ে
ওরা পথে-ঘাটে অকালে মরে কেন?
মন্দির-মসজিদ-গীর্জায় বেজে ওঠে ঘন্টা,ধ্বনি,
কারা ঐ উচ্চ কন্ঠে বলে-
“ওহে ক্ষুদ্র মানব,’তিনি’ সদা জাগ্রত,
সবই তাঁর চোখে দৃশ্যমান,অশুভ শক্তিযত হবে নিধন,
‘তিনি’ই সর্বশক্তিমান,বিশ্বসংসারে ‘তিনি’ই মহীয়ান।”
উত্তর দাও –
তবে এই দুর্যোগের দিনেও
দুর্বল,অসহায়,আর্ত-পীড়িতের কান্না শুনেও
‘তিনি’ নীরব,বধির কেন?
চেয়ে দ্যাখো ঐ – দেবতা নয়,
অবশেষে মানুষই মানুষের মুখে তুলে দেয় অন্ন,
খোঁজে পরিত্রাণ,
মানুষই আজ নাহয় কাল
নিরন্তন চেষ্টায় তৈরি করবে
মারণ – ব্যাধির প্রতিষেধক।