প্রহরী : ও দাদাভাই, দিদিভাইরা,
মন্দিরে তোমাদের ঢুকতে
মানা।
ঠাকুরভক্ত: বলছো তো বটে,
মাকে তবে দেখবো কেমন
করে?
প্রহরী : দেখছো
না – ঐ শক্ত বেড়া,
কোভিড ছড়াবে না,
তাইতো গড়া এই কারা।
ঠাকুরভক্ত :
এ কী কথা?
বেড়ার ধারে ভীষণ
জটলা,
তাতে কি কোভিড
ছড়াবে না?
প্রহরী : মূর্খ সব, জেনে নাও নিয়ম নীতি,
দূর থেকে মাকে
দেখো, শুধু যেতে মানা কাছাকাছি,
এটাই কোভিড বিধি।
ঠাকুরভক্ত :
বুঝেছি, বুঝেছি হে,
তাহলে আসল কথাটা এবার বলো সবাইকে বুঝিয়ে।
তোমাদের সুরে সুর
মিলিয়ে
আমরাও বলি উল্লাসে
,উচ্চঃস্বরে,
এসো গো আমজনতা ,মেতে ওঠো উৎসবে,
স্বাস্থ্যবিশারদ
যারা, যা কিছু বলে,শুধুই মিছে
কথা বলে।
মা দুর্গা আমাদের
আহ্বান করেছেন বঙ্গজননীর বেশে,
ভয় নেই, ভয় নেই, করোনা পথে-ঘাটে নেই, এসে দেখো আপনার চোখে,
মায়ের যুদ্ধ এখন
অসুর নয়, করোনা সাথে,
তাইতো মাগো জীবাণুদের বন্দী করে
রেখেছেন মহাশক্তিধর দশ হাতে ।