বৃহস্পতিবার, 05 জুলাই 2018
-অলোক সিং (৯৪৭৫৬২৬১১১)
যখন তখন বৃষ্টি আসে
চন্দ্র আসে রাতে,
পূর্ণিমার চাঁদ দেখবো সবাই
অনেক দিনের পরে।
মাঠে এখন ফুটবল
গ্যালারিতে ঘেরা,
উঁকি দিয়ে দেখে রবি
ফুটবল খেলা।
প্রতিদিন মাঠে আসি
দেখি আমি খেলা,
মেঘের ছায়ায় বসে
রবি দেখে খেলা।