প্রকৃতিকে শুধাই –
কেন তুমি আজ অস্থির হয়ে উঠেছে?
কেন তোমার এত রুদ্ররূপ?
কেন তোমার সাগরের জল
ফনা তুলে ধেয়ে আসে বারবার ?
প্রাসাদ অট্টালিকা-ভরা এই সবুজ দ্বীপে
নিত্য ঘোষিত হয় শান্তির বাণী,
কলে-কারখানায় যন্ত্র-বীরের মহা উচ্ছ্বাস,
রাজপথে ছোটে লক্ষ গাড়ি,
মহাকাশযান পাড়ি দেয় ভিন গ্রহে,
পূর্ণিমার চাঁদ তো এখন হাতের কাছেই,
সুখের এ বাতায়নে তবু কোন্ যন্ত্রণায়
কেঁপে ওঠে তোমার বুক?
তোমার নিবিড় ছত্রছায়ায়
শ্রম দিয়ে গড়া সভ্যতার পাড়ে
কেন আজও ক্ষুধার জ্বালা,
মারণ জীবাণুর মৃত্যু-মিছিল ?
প্রলয় থেমে গেছে মহাপ্রলয়ের বার্তা রেখে
নিঝুম প্রহর বলে দিয়ে গেল –
এখনও সময় আছে,
তোরা গড়ে তোল্ ‘বাসযোগ্য ভবন’ ।
নীরবে নিভৃতে বসে কাঁদে প্রকৃতি
দেহ তার ক্ষতবিক্ষত, দগ্ধ,
কোলে তার লক্ষ,কোটি সন্তান
ঘুমায় চিরঘুমে,
এখনো স্নিগ্ধ স্নেহের পরশ ।
Tags: begali poem, best poem, Poem, poem book