– অলোক সিং
বনময়ূরী নৃত্য করে
সিংহ বাজায় ঢোল,
বাঘমামা সানাই বাজায়
হরিণ বাজায় খোল ।
নৃত্য দেখে শেয়াল পন্ডিত
ভাবছে মনে মনে,
নৃত্যশিল্পী বনময়ূরী,
কন্ঠ শিল্পী কোকিল ।
শ্রাবণের বর্ষাবেলা
আনন্দের এই দিন ।