ফুলের মতো
সুন্দর হও,
জীবন মাধুর্যে ভরে উঠবে।
ফুলের মতো
নিষ্পাপ হও,
অহিংসার আলোয়
আলোময় হবে।
ফুলের মতো কোমল হও,
ভুবনে সবার প্রিয় হবে।
ফুলের
মতো বন্ধনে জড়াও,
বিভেদ,বিচ্ছেদ মুছে যাবে।
ফুলের
মতো সুবাস ছড়াও,
হৃদয় চিরঅমলিন হবে।