কবিতা – আমার মা

Srijanee1

অলোক সিং (মৃত)
   (9475626111)


হেঁটে হেঁটে পথ চলি বন্যার জল দেখি
অসহায় কত মানুষ তাঁদের কথা ভাবি
মায়ের মমতা দিলে কোলে নিলে শিশু
জলে ডুবে আছে শিশুর খেলার পুতুল
হাত ভরে খেলনা পেট ভরে খাবার
বাংলার জননী মমতা সবার
তোমার হাতে দিলাম ঘাসফুল আমার।